নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২১
০৭:৫২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
০৭:৫৪ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমার জালালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মার্চ) সকাল সোয়া ১১টায় উপজেলার জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতরা হলো, টাকিরমোড়া গ্রামের রুমেলা মিয়ার ছেলে তাজ উদ্দিন ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেন। তাদের বয়স যথাক্রমে ৪ ও ৫ বছর।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, সকাল ১১টার দিকে জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর সোয়া ১২টার দিকে এক প্রতিবেশির মাধ্যমে অভিভাবকরা জানতে পারেন পাশের বাড়ির পুকুরে তাজ উদ্দিনের লাশ ভাসছে। সবাই সেখানে ছুটে গিয়ে তাজের লাশ উদ্ধার করেন এবং আলী হোসেনকে পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের আগেই দুই শিশু মারা যায়।
বিএ-০৫