সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৬, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
সিলেট সদর উপজেলা যুবদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (১৪ মার্চ) রাতে নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসানাতের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ছালেক আহমদ খালেদের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. সাইদুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, মো. মঈন আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, জামাল আহমদ, আলীবুর রহমান আলী, আব্দুল আহাদ রানা, নব-গঠিত আহ্বায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, জাকির হোসেন, শামছুদ্দিন, সিদ্দিকুর রহমান রুবেল, সাহেল আহমদ, দেওয়ান রফিক, বিল্লাহ হোসেন বিল্লাল, রাজু আহমদ, মো. জাকারিয়া, আতাউর রহমান রফিক, সিরাজ আহমদ বাবু, ডালিম চৌধুরী, আব্দুস সামাদ, মকিতুর রহমান, আব্দুস সালাম, আব্দুল মান্নান মনা, ফয়জুল ইসলাম, কাওসার আহমদ, ইমরান আহমদ, আজিজ উদ্দিন, আহমদ তানজিল।
সভাপতির বক্তব্যে সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত বলেন, বৃহত্তর ঐক্যের মাধ্যমে যে কোন আন্দোলন সংগ্রামে সিলেট সদর উপজেলা যুবদলকে রাজপথে নামতে হবে। পাশাপাশি সদর উপজেলা যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সদর উপজেলা যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুবদল কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেবুল আহমদ, আলম, জালাল মিয়া, মো. স্বপন আহমদ, মো. ছালিক মিয়া, ছবর আলী, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল কাইয়ুম, মো. কয়ছর আহমদ কাওছার, মো. শিহাব উদ্দিন সুমন, মো. খালেদ আহমদ, মো. শাহিন আহমদ, মো. মাহমুদুল হাসান, মো. রাসেল মিয়া, মো. আক্তার হোসেন, মো. আনা মিয়া, কাহার আহমদ, মো. আব্দুল মান্নান, আব্দুস শুকুর, আল-আমিন. তাহির উদ্দিন প্রমুখ।
বিএ-১২