দুদক মহাপরিচালক মফিজুর রহমান স্মরণে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সভা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৬, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন



দুদক মহাপরিচালক মফিজুর রহমান স্মরণে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সভা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের সাবেক অতিথি শিক্ষক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) সদ্য প্রয়াত মফিজুর রহমান ভূঞার স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের উদ্যোগে রবিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টায় ভার্চুয়াল মাধ্যমে এই সভার আয়োজন করা হয়।

সভায় অংশগ্রহণ করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক সেলিম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান, সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান।

সভায় বক্তারা বিচার বিভাগে মফিজুর রহমান ভূঞার অবদানের কথা স্মরণ করেন। তিনি একজন ন্যায়পরায়ণ বিচারক ছিলেন বলে তারা উল্লেখ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মজীবনে তার যে সততা আর কর্মনিষ্ঠা পরিলক্ষিত হয়েছে তা ধারণ করতে সবার প্রতি আহবান জানান বক্তারা। শোক ও স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম হাফেজ মো. ইসমাইল হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। 

প্রসঙ্গত, গত ৮ মার্চ দিনগত রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মফিজুর রহমান ভূঞা। তিনি জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। জুডিসিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন তিনি। মফিজুর রহমান ভূঞা ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অতিথি শিক্ষক হিসেবে সংযুক্ত ছিলেন।

বিএ-১৫