কোম্পানীগঞ্জে ৫২টি শ্যালো মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৬, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে ৫২টি শ্যালো মেশিন ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টাকালে টাস্কফোর্সের অভিযানে ৫২টি শ্যালো মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ফুট পাইপও ধ্বংস করা হয়। এসব যন্ত্র পরিচালনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি অববাহিকা এলাকায় ধলাই নদে এ অভিযান চালানো হয়।

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়ার নেতৃত্বে টানা আড়াই ঘণ্টার এ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ মিয়া জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসানের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কোম্পানীগঞ্জে কোনোভাবেই অবৈধভাবে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না।

 

এমকে/আরআর-০৮