সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৬, ২০২১
০৪:২১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২১
০৪:২১ পূর্বাহ্ন
কৃষক হত্যা দিবস উপলক্ষে সিলেট মহানগর কৃষক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) বাদ আসর হযরত শাহজালাল (র.) জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, মহানগর কৃষক লীগের সহসভাপতি হোসোইন আহমদ, সহসভাপতি ড. রজরুল ইসলাম ফারুকী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. জমসেদ সিরাজ, সাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব বক্স, জেলা কৃষক লীগের মকবুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিফত আলী, সহসভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক সোনাই মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রায়িদ আহমদ, মহানগর পানি ও বিদ্যুত বিষয়ক সম্পাদক আসুদুজ্জামান সাহেদ, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রুকন উদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি বিধান মালাকার, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সহ সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ মার্চ বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারাদেশে সরকারের নির্ধারিত মূল্যে সারের দাবিতে আন্দোলন চলাকালে আন্দোলনরত অবস্থায় গুলি করে হত্যা করা হয় ১৮ জন কৃষককে।
বিএ-১৮