বঙ্গবন্ধুর জন্মদিনে নগরে খোলা থাকবে দোকানপাট

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৭, ২০২১
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর জন্মদিনে নগরে খোলা থাকবে দোকানপাট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সব দোকানপাট ও বিপণী-বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে সিলেট নগরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর ব্যবসায়ী এক্য কল্যাণ পরিষদ। ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রেখেই বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবেন সিলেট নগরের ব্যবসায়ীরা।

সিলেট মহানগর ব্যবসায়ী এক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এই তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল শেষে ‘তাৎক্ষণিক’ এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেট নগরের সব মার্কেটে আলোকসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক মার্কেটের পক্ষ থেকে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হবে। এসবের বাইরেও নানা আয়োজন রয়েছে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, এসময় যদি আমরা মার্কেট বন্ধ রাখি তাহলে আয়োজনগুলো সুশৃঙ্খলভাবে পালন করা সম্ভব হবে না। এ কারনে আমরা সিলেট নগরের সব দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

আরসি/বিএ-০৫