বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে হাসান মার্কেটের রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৭, ২০২১
০২:১৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০২:১৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে হাসান মার্কেটের রক্তদান কর্মসূচি

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় সমিতির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও চেম্বারের পরিচালক মো. আব্দুর রহমান জামিল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। 

বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী আকিব, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য শোয়েব আহমদ, সমিতির সহসভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল। 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল বারি, রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অর্গানাইজার কমল পদপাল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বক্তারা বলেন, একজন মুমূর্ষূ রোগীর জীবন বাঁচাতে পারেন স্বেচ্ছায় রক্তদানকারীরা। মানবতার কল্যাণে রক্তদানের মতো মহতী উদ্যোগ গ্রহণ করে হাসান মার্কেটের ব্যবসায়ীগণ মানবসেবায় ভূমিকা রাখছেন। ব্যবসায়ীরা দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিতে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাসান মার্কেট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় ব্যবসায়ীবৃন্দকে সাধুবাদ জানিয়ে তাদের মতো সব ব্যবসায়ীদেরকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। 

হাফিজ এনমুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. আক্তার হোসেন সুহেল, সহসাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মো. সাহেদ বকস, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, দুলাল মৃধা, নুরুল ইসলাম, আলী হায়দার, রিন্টু চক্রবর্তী। 

দিনব্যাপী কর্মীসূচিতে ব্যবসায়ী, দোকান মালিক, কর্মকর্তা-কর্মচারীগণ স্বেচ্ছায় রক্তদান করেন। 

এনএইচ/বিএ-০৭