নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৭, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২১
১০:৫০ পূর্বাহ্ন
সিলেট বিভাগে মঙ্গলবার (১৬ মার্চ) ২ হাজার ৫৮৪ জন টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ১ হাজার ৪৬৯ পুরুষ জন এবং ১ হাজার ১১৫ জন নারী। এখন পর্যন্ত বিভাগে ২ লাখ ৪৫ হাজার ৭২৯ জন টিকা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সিলেট জেলায় ৮৮২ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৫২৮ জন পুরুষ এবং ৩৫৪ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ৭৬৫ জন। এদের মধ্যে ৪২০ জন পুরুষ ও ৩৪৫ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৪৮৫ জন। এর মধ্যে ২৫৫ জন পুরুষ এবং ২৩০ জন নারী। মৌলভীবাজারে মঙ্গলবার ৪৫২ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২৬৬ জন ছিলেন পুরুষ এবং ১৮৬ জন ছিলেন নারী।
নগরে মঙ্গলবার ৪০৩ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ১৭০ জন এবং নারী ১৪৩ জন। পুলিশ হাসপাতালে ৯০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৩১ জন নারী।
বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টিকা নিয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার ৩৯১ জন। এরমধ্যে পুরুষ ২৮ লাখ ৯৭ হাজার ৬৪ ও নারী ১৬ লাখ ৮৩ হাজার ৩২৭ জন। এদের মধ্যে ৮৯৭ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৯৪ হাজার ৪৩৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৮ লাখ ৭১ হাজার ৪৪২ জন।
এনএইচ/বিএ-০৯