সিলামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৭, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
১০:৫৯ অপরাহ্ন



সিলামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ২

সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত পৌনে চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলাম ইউনিয়নের  সিলেট- বালাগঞ্জ সড়কে মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ঢ ১১- ৭২৪২) ও  সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার ম ১১-২৪৮১) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় অটোরিকশার চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘সিলামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ ২জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ এঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।’

বি এন-০৮