গোয়াইনঘাট প্রতিনিধি
মার্চ ১৭, ২০২১
১০:৪৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২১
১০:৪৬ অপরাহ্ন
সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এই দিবস উদযাপিত হয়।
এবার জাতির পিতা শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে ‘মুজিববর্ষ’ জাতীয়ভাবে পালিত হচ্ছে।
এ উপলক্ষে গোয়াইনঘাটে সরকারি-বেসরকারি ও বিভিন্ন পর্যায়ে ব্যাপক নানা কর্মসূচি উদযাপন হচ্ছে। উক্ত কর্মসূচি উদযাপন কালে পৃথক অনুষ্ঠানে বক্তরা বলেন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের এদিন তৎকালীন ভারতবর্ষের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন।
লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন। বাঙালির অবিসংবাদিত এই নেতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে স্ব-পরিবারে নিহত হন।
পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু তার গতিশীল নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। এ সময় বক্তারা জানান,
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘মুজিব চিরন্তন’ শিরোনামে ১০ দিনের অনুষ্ঠান চলবে।
বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে গোয়াইনঘাট থানার উদ্যোগে তোপধ্বনির মধ্য দিয়ে গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনের কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা নবনির্মিত সম্প্রারিত প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন পৃথকভাবে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উদযাপন করে।
এ ছাড়া গোয়াইনঘাট কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল এবং মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
এতে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল আলী মাস্টার, সুবাস চন্দ্র পাল ছানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ।
এম এম/বি এন-১৮