বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : মেট্রোপলিটন চেম্বারের দোয়া ও মিলাদ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : মেট্রোপলিটন চেম্বারের দোয়া ও মিলাদ

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পক্ষ থেকে সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। বুধবার (১৭ই মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযপনের অংশ হিসাবে সকাল ১০টায় জেলা প্রসাশকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। ২য় পর্যায়ে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (র.) দরগাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আছাদ উদ্দিন, মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা আব্দুন নুর। মিলাদ ও দোয়া শেষে বাঘবাড়ীস্থ সরকারী শিশু পরিবার (বালক) এর শিশু পরিবার, ছোটমনি নিবাস ও সেইফ হোমের নিবাসীদের মাঝে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পক্ষ থেকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

এসময়  সরকারী শিশু পরিবার (বালক) এর এতিম শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজ করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদ।

এসএমসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাবেক ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সাবেক সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক অজয় কুমার ধর, মো. মাহমুদুর রহমান, সদস্য মো. মঈনুল ইসলাম মঈন, মো. এহিয়া আহমদ সুমন, মো. আব্দুল কাইয়ুম নাসিম, এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, দুলাল রাজ, মো. ইমরান হোসেন প্রমুখ।

সমাজ সেবা অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, উপ-তত্বাবধায়ক আয়েশা আখতার বৃষ্টি, সহকারী তত্বাবধায়ক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক আব্দুল মান্নান মৃদা, অফিস সহকারী আমিরুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক জীবন চন্দ্র দেব প্রমুখ।

বিএ-১০