গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৮, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ। এরপরে একে একে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, গোলাপগঞ্জ মডেল থানা, পৌর আওয়ামী লীগ, জালালাবাদ গ্যাস ও গোলাপগঞ্জ প্রেসক্লাব।

উপজেলা পরিষদ : প্রথমেই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, এসিল্যান্ড অনুপমা দাস, ইউএইচও মনিস্বর চৌধুরী, ওসি হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার প্রমুখ।

মুক্তিযোদ্ধা কমান্ড : উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাফিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, আব্দুস শহীদ মতী, আব্দুল কাদির, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, জেলা সন্তান কমান্ডের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। 

উপজেলা আওয়ামী লীগ : উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, দেলোয়ার হোসেন চুন্নু,  খুরশিদ আলম চৌধুরী রিপন, এনামুল হক রুহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আলি আকবর ফখর, উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম সেবুল, রোকন আহমদ, খন্দকার আশুক মিয়া, আব্দুল হানিফ খান, সৈয়দ এহতেশাম, আলিম উদ্দিন বাবলু, নাজিমুল হক লস্কর, ফরহাদ আহমদ, আবু সুফিয়ান আজম, হোসেন আহমদ, ইব্রাহিম আলী প্রমুখ।

পৌরসভা : গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে পৌরসভা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর জবান আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র (৩) মনোয়ারা ফেরদৌস মনাক্কা, সংরক্ষিত নারী কাউন্সিলর শেফা বেগমসহ পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গোলাপগঞ্জ মডেল থানা : গোলাপগঞ্জ মডেল থানা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) গুর্কি চৌধুরী, ওসি হারুনুর রশীদ চৌধুরী, ওসি (তদন্ত) প্রমুখ। 

পৌর আওয়ামী লীগ : পৌর আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, রাদিকা রঞ্জন নাথ, আশিদুর রহমান আসাই, সাদেক আহমেদ, আব্দুল মুকিত, মিনহাজ উদ্দিন, মামুন আহমদ, ইব্রাহিম আলী, হাদিউজ্জামান মাছুম, তাজির উদ্দিন, পারভেজ আহমদ, রাহি আহমদ, সুহেল আহমদ, সুমন আলী, আফজাল হোসেন সুহেল, মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, আফজাল হোসেন আক্তার, এইচ কে মান্না, আমিরুল ইসলাম সোহেল, সুহেল আহমদ, জয়নাল আবেদীন, সুমন আহমদ, রাসেল আহমদ রাজু, যুবলীগ নেতা শামীম আহমদ, পিন্টু দাস, মুক্তা আহমদ, ছাত্রলীগ নেতা রাখাল চন্দ্র দাস, সাজন আহমদ, আপন ইকবাল তানভীর, নাছির আহমদ, রাসেল আহমদ, ফাহাদ আহমদ তুহিন আহমদ প্রমুখ।

গোলাপগঞ্জ প্রেসক্লাব : গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে গোলাপগঞ্জ প্রেসক্লাব। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সহ-সম্পাদক জাহেদুর রহমান, সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক সাইদুল ইসলাম মাহের প্রমুখ। 

এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ভাষন প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর পূর্বে ভোরে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অপরদিকে বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ। উপজেলা আওয়ামী লীগ নেতা ও উদযাপন পরিষদের আহ্বায়ক খায়রুল হকের পরিচালনায় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, দেলোয়ার হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও উদযাপন পরিষদের আহ্বায়ক আলী আকবর ফখর, খুরশিদ আলম চৌধুরী রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, উপজেলা আওয়ামী নেতা আব্দুল হান্নান, ইমাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা নিমার আলী, আবুল কাশেম সেবুল, জাফরান জামিল, নাজিমুল হক লস্কর, আলিম উদ্দিন বাবলু, আব্দুল হান্নান, মুর্শেদুল আজাদ পলাশ, আবু সুফিয়ান আজম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ আহমদ, সৈয়দ এহতেশাম, হোসেন আহমদ, ইব্রাহিম আলী, পৌর আওয়ামী লীগ নেতা সুমন আলী, নাদিম মাহমুদ শিপলু, সুহেল আহমদ, ব্রাজিল যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান আজম, যুবলীগ নেতা রাজু আহমদ, ছাত্রলীগ নেতা রুমন আহমদ খান, সাহেদ আহমদ, মামুন আহমদ, ফারহান মাসউদ আফছর, ছামি আহমদ প্রমুখ।

সভার শুরুতে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

 

এফএম/আরআর-১৪