সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৮, ২০২১
০৪:২৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০৪:২৪ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গন হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং তাঁর কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক (প্রভাতি) বেগম শাহানা, সহকারি প্রধান শিক্ষক (দিবা) শাহানা বেগম, কোহেলী রানী রায়।
শিক্ষার্থী জয়িতা জেহেন প্রিয়ার্তী ও নওসীন মেহরিন নিহার পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির দিবা শাখার সানন্দা দেব বর্ষা, ১০ম শ্রেণির প্রভাতি শাখার সাদিয়া রহমান অন্তু।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিএ-১৮