ফেঞ্চুগঞ্জে তিনজনের মনোনয়ন সংগ্রহ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৯, ২০২১
০৩:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২১
০৩:৫৪ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে তিনজনের মনোনয়ন সংগ্রহ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে সম্ভাব্য ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, ফেরদৌসী বেগম ইকবাল, মোহিনী বেগম ও জাহানারা বেগম শ্যামা।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফেঞ্চুগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ২১ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৭ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের আকস্মিক মৃত্যুর পর পদটি শূন্য হয়ে যায়।

 

এসএ/আরআর-০৬