বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২১
০৩:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
০৩:৫৫ পূর্বাহ্ন



বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় সিলেট জেলা আইনজীবি সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’র সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলামিষ্ট আফতাব চৌধুরী।

তিনি বলেন, দেশরক্ষার স্বার্থে প্রতিটি নদ-নদীকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু পরিবেশের ভারসাম্য নয়, নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সমাজের সবাইকে নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে। নদী বাঁচলে, বাঁচবে দেশ, রক্ষা পাবে বাংলাদেশ। তাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি নদী বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। তিনি বলেন, বৃহত্তর স্বার্থে নদী বাঁচাও আন্দোলনকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নদীগুলো রক্ষা পাবে।

অ্যাডভোকেট তারান্নুম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, ইছমত হানিফা চৌধুরী, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, অ্যাডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, সুনামগঞ্জ প্রতিনিধি সুমন পাল, সাব্বির আহমদ সুহেল, হবিগঞ্জ প্রতিনিধি অধ্যাপক নন্দন কর্মকার, মৌলভীবাজার প্রতিনিধি অধ্যাপক গিলমান আলী।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন দি নিউ ন্যাশন সিলেট ব্যুরো প্রধান এসএ শফি, ব্যবসায়ী আনোয়ার হোসেন, অধ্যাপক শাহরিয়ার খান, অধ্যাপক আলতাফুর রহমান, অ্যাডভোকেট সাইদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শাহরিয়ার উজ জামান, অ্যাডভোকেট মুলতাজিম সিদরাত চৌধুরী, অ্যাডভোকেট দিদার আহমদ, অ্যাডভোকেট মুহিবুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ আহমদ মিছলু, অ্যাডভোকেট জাহেদা বেগম, অ্যাডভোকেট রেশমা চৌধুরী, অ্যাডভোকেট মাজেদ মোহাম্মদ, অ্যাডভোকেট আরিফ আহমদ, অ্যাডভোকেট দিলোয়ার হোসেন, অ্যাডভোকেট বিজিত তালুকদার। 

বিএ-০৮