নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন
সিলেটে নকল ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯। রবিবার (২১ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার নগরের শাহী ইদগাহ এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে ২টি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৪০ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নগরের বন্দরবাজার এলাকায় নকল আকিজ বিড়ি, নকল সার্ফ এক্সেল ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি, খাদ্যদ্রব্য ও সার্ফ এক্সেল ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র্যাব-৯ এর একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
বিএ-০১