ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মার্চ ২২, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে অংশ নিতে ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২১ মার্চ) ফেঞ্চুগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার এহসানুল কবীর ফেরদৌসের কাছে ৩ জন ও সিলেট জেলার সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ফয়ছল কাদেরের কাছে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- মোহিনী বেগম, ফেরদৌসী বেগম ইকবাল, অ্যাডভোকেট কামরুন নাহার রিপা, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া ডলি, মিরা বেগম ও লিপি বেগম।
এদিকে, শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা।
ফেঞ্চুগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নারী ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল সোমবার (২২ মার্চ), প্রার্থিতা প্রত্যাহারের সময় আগামী ২৭ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।
এসএ/আরআর-০৪