ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক শিপনের পিতার মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ২২, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন



ওসমানীনগর প্রেসক্লাবের সম্পাদক শিপনের পিতার মৃত্যু

মনির উদ্দিন

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পিতা ইউপি সদস্য মনির উদ্দিন (৭০) আর নেই। রবিবার (২১ মার্চ) বিকেলে সাড়ে ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মতিয়ারগাঁও গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন গোয়ালাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। এর আগে তিনি আরও তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সাংবাদিক শিপন আহমদের পিতা মনির উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ওসমানীনগর প্রেসক্লাবের শোক : ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।

প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মনির উদ্দিন আহমদ একাধিকবার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি এলাকার উন্নয়নের আজীবন কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

বিবৃতিদাতারা হলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক এস. জামান ফরহাদ, নির্বাহী সদস্য এফ এম আলী ফয়েজ, জুবেল আহমদ সেকেল, রনিক পাল, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, সিতু সূত্রধর, নূরুল ইসলাম রাফি প্রমুখ।

 

ইউডি/আরআর-০৬