নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন
নগরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে কর্তৃপক্ষ ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে উধাও হওয়া একই পরিবারের ৯ প্রবাসী হোটেলে ফিরেছেন।
আজ রবিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে তারা হোটেল ব্রিটানিয়ায় ফিরে আসেন।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, রাত ৮টার কিছু পর তারা হোটেলে ফিরে এসেছেন।
তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ দেখবেন।
এনএইচ/বিএ-০৪