গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ২২, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে পুরষ্কৃত করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখার জন্য এসআই আশীষ চন্দ্র তালুকদার, এসআই সুরঞ্জিত কুমার দাশ, এসআই বিকাশ সরকার ও এএসআই প্রনয় নালকে পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয়, থানার সকলের। তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার কারণে আমি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। আগামীদিনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
এফএম/আরআর-০৯