সিলেট মিরর ডেস্ক
মার্চ ২২, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমার লালাবাজারে স্থানীয় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার উদ্যোগে এ মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, রাজনীতিবিদ লোকমান আহমদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ফয়েজ উদ্দিন এলেন, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, পাপড়ী রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, এস.আই শিপলু চৌধুরী ও লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবী কাওছারুজ্জামান কয়েছ, বিশিষ্ট ব্যবসায়ী এনমুল হক, সাইফুল ইসলাম, আব্দুস শহীদ প্রমুখ।
বিএ-০৬