সিলেট-৩ আসনে আ.লীগের মনোনয়ন চান অ্যাডভোকেট মন্টু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মার্চ ২২, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন



সিলেট-৩ আসনে আ.লীগের মনোনয়ন চান অ্যাডভোকেট মন্টু

সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

রবিবার (২১ মার্চ) দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, বদরুল আমীন, আর কে দাস চয়ন, মোস্তাফিজুর রহমান কিনেল, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, আসিফ ইকবাল ইরন, সামি হায়দার প্রমুখ।

সভার শুরুতে সিলেট-৩ আসনের সদ্যপ্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

মতবিনিময় সভায় অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ফেঞ্চুগঞ্জ আমার জন্মস্থান। ফেঞ্চুগঞ্জের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যেতে চাই। সিলেট-৩ আসনের সদ্যপ্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ চাই। আমি অ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট ও ভলিবলসহ ফেঞ্চুগঞ্জের খেলাধুলার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। বিগত ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চাইব। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচন করব।

 

এসএ/আরআর-১১