সিলেটে রবিবার টিকা নিলেন ২৯৩৯ জন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২২, ২০২১
০৩:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৩:৪৯ পূর্বাহ্ন



সিলেটে রবিবার টিকা নিলেন ২৯৩৯ জন

সিলেট বিভাগে রবিবার (২১ মার্চ) ২ হাজার ৯৩৯ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৫২৯ পুরুষ জন এবং ১ হাজার ৪১০ জন নারী। এখন পর্যন্ত বিভাগে ২ লাখ ৫৪ হাজার ৭৯২ জন টিকা নিয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার সিলেট জেলায় হাজার ৮৪৫ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৫০৮ জন পুরুষ এবং ৩৩৭ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ৫৯১ জন। এদের মধ্যে ৩০৭ জন পুরুষ ও ২৮৪ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৯৪২ জন। এর মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৫০৩ জন নারী। মৌলভীবাজার রবিবার ৫৬১ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২৭৫ জন ছিলেন পুরুষ এবং ২৮৬ জন ছিলেন নারী। 

নগরে রবিবার ৩৬০ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ৩১৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে মধ্যে পুরুষ ১৮২ জন এবং নারী ১৩৬ জন। পুলিশ হাসপাতালে ৪২ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৪ জন নারী। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।  

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার পর্যন্ত টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এরমধ্যে পুরুষ ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং নারী ১৮ লাখ ৪৪৭ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯০৬ জনের। রবিবার একদিনে টিকা নিয়েছেন ৮০ হাজার ২২২ জন। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন। টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এনএইচ/বিএ-১০