সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে শনাক্ত ৬৯

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২১, ২০২১
১১:০৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
১১:৩৭ অপরাহ্ন



সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে শনাক্ত ৬৯

সিলেটে আবারও লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ রবিবার (২১ মার্চ) সিলেটের তিন ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ জন করোনাভারাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন, হবিগঞ্জ জেলার ৬ জন এবং মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. অজিত কুমার জানান, রবিবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জ জেলার ৫ এবং মৌলভীবাজার জেলার ১১ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রবিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১ জন করে রয়েছেন। 

এছাড়া সিলেট বক্ষব্যাধী হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে সিলেট জেলার আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন।

বিএ-১১