বিয়ানীবাজার প্রতিনিধি
মার্চ ২৩, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৩, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশুর পিতা তাজুল ইসলাম বলেন, সোমবার বেলা ১টার দিকে আমার ৭ বছরের ছেলে নিখোঁজ হয়। এরপর আশেপাশে সর্বত্র তার খোঁজ করেও কোনো সন্ধান পাইনি। পরে বেলা ২টার দিকে আমাদের বাড়ির পুকুরের পানিতে আমার ছেলেকে অচেতন অবস্থায় ভাসতে দেখি এবং দ্রুত চারখাই বাজারের সেবা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। পরে নিশ্চিত হওয়ার জন্য ছেলেকে নিয়ে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্বত্যরত চিকিৎসকরাও তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, শিশুমৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার হয়েছে।
এসএ/আরআর-০১