প্রবাসীদের আর হোটেল ব্রিটানিয়ায় রাখবে না প্রশাসন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২২, ২০২১
০৮:০২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৮:০২ অপরাহ্ন



প্রবাসীদের আর হোটেল ব্রিটানিয়ায় রাখবে না প্রশাসন

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ভেঙ্গে ৯ প্রবাসী উধাও হয়ে যাওয়ার ঘটনায় নগরের আম্বরখানা ব্রিটানিয়া হোটেলে আর কোনো প্রবাসীকে পাঠানো হবে না। 

আজ সোমবার (২২ মার্চ) বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা, কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্‌মা লাবিবা অর্ণব। 

তিনি জানান, কোয়ারেন্টিন ভেঙে প্রবাসীরা হোটেল থেকে উধাও হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রবিবার (২১ মার্চ) সকাল বা দুপুরের কোনো এক সময়ে তারা হোটেল থেকে বেরিয়ে যান। পরে দুপুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর দুই কর্মকর্তা পরিদর্শনে গেলে ব্রিটানিয়া হোটেলে থাকা প্রবাসীদের মধ্যে ৯ জনের অনুপস্থিতি দেখতে পান। এসময় অনুপস্থিত প্রবাসীদের খোঁজ করেন এনএসআই সদস্যরা। পরে হোটেল কর্তৃপক্ষ থেকে ওই ৯ জনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জকিগঞ্জে গ্রামের বাড়িতে এক অসুস্থ স্বজনকে দেখতে গিয়েছেন বলে জানান। এমনকি তারা সন্ধ্যায় ফিরে আসবেন বলে হোটেল ম্যানেজারকে আশ্বস্ত করেন। এ ঘটনা প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। এর পর রাত ৮ টার দিকে হোটেলে ফিরেন তারা। হোটেলে ফিরার পর ৩ শিশু ছাড়া বাকি ৬ জনকে মোট ১৮ হাজার টাকা করে জরিমানা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

এনএইচ/বিএ-০২