সিসিকের শিশুকেন্দ্রীক দূর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন



সিসিকের শিশুকেন্দ্রীক দূর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সিটি করপোরেশনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য শিশুকেন্দ্রীক দূর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিলেট সিটি করপোরেশনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় নগরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

এসময় তিনি বলেন, ‘শিশুদের জন্য দূর্যোগকালীন ঝুকিঁহ্রাসকরণে টেকসই পরিকল্পনা প্রনয়ন জরুরী।’

এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের দূর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর রাশেদ আহমদ, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কর্মশালার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম। পরে কর্মশালায় শিশুকেন্দ্রীক দূর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন প্রধান প্রশিক্ষক মলয় চাকী।

কর্মশালায় অংশ নেন কাউন্সিলর আজম খান, রেজওয়ান আহমদ, এস এম শওকত আমীন তৌহিদ, ইলিয়াসুর রহমান, নাজনীন আক্তার কণা, রেবেকা সুলতানা লাকি, মাসুদা সুলতানা সাকি, রোকশানা বেগম, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক ছামির মাহমুদ, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক আনিস রহমান, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিসিকের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মী, বিভিন্ন সেবা সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ।

বিএ-০৬