ফেঞ্চুগঞ্জে ৫ জনের মনোনয়ন বৈধ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মার্চ ২২, ২০২১
০৯:০৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৯:০৪ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে ৫ জনের মনোনয়ন বৈধ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন অফিস। 

সোমবার (২২ মার্চ) যাচাই-বাছাই শেষে উপজেলার সহকারী  রিটার্নিং কর্মকর্তা এহসানুল কবীর ফেরদৌস ভোটার স্বাক্ষর কম জমা দেওয়ার কারণে লিপি বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এ সময় অবশিষ্ট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মোহিনী বেগম, অ্যাডভোকেট কামরুন নাহার রিপা, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া ডলি, ফেরদৌসি বেগম ইকবাল ও মিরা বেগম।

ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা এহসানুল কবীর ফেরদৌস বলেন, প্রার্থী লিপি বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন। আপিলে যদি তিনি বৈধ হন, তাহলে আবারও নির্বাচনে ফেরার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

 

এসএ/আরআর-১০