ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন



ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

করোনা মহামারির কারণে এবার এক বছর পর ঘোষণা করা হয়েছে ভারতের ৬৭তম জাতীয় পুরস্কার। সোমবার (২২ মার্চ) দিল্লিতে এক সংবাদ সম্মেলন করে পুরস্কারপ্রাপ্তদের নাম জানানো হয়। 

এ বছর ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার পাচ্ছে মালায়ালাম ‘মারাক্কার লাইন অব দ্য অ্যারাবিয়ান সি’ আর শ্রেষ্ঠ হিন্দি সিনেমা হয়েছে প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’। 

শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানাওয়াত (পঙ্গা ও মণিকর্ণিকা)। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পাচ্ছেন যৌথভাবে মনোজ বাজপেয়ী (ভোসলে) ও ধানুশ (তামিল)। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন বিজয় শেতুপতি ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন পল্লবী জোশি। 

দুই বিভাগে পুরস্কার পেয়ে চমক দেখিয়েছেন সৃজিত মুখার্জি। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হয়েছে তার পরিচালিত ‘গুমনামী’। সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও পাচ্ছেন সৃজিত। শ্রেষ্ঠ পরিচালক ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমার জন্য কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন শ্রেষ্ঠ আবহসংগীতের পুরস্কার।

অক্ষয় কুমারের ‘কেশরি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়ক হয়েছেন বি প্রাক। ‘বারডো’র জন্য শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন সাবাণী রবীন্দ্র। হিন্দি ‘বাহাত্তর হুরাইন’ নির্মাণ করে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সঞ্জয় পুরান সিং চৌহান। 

এদিকে দুটি বিভাগে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় স্বামী সৃজিত মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিকেলে নিজের ফেসবুকে এই শুভেচ্ছা জানান তিনি।

বিএ-০৯