ওসমানী জাদুঘর পরিদর্শনে বিভিন্ন দেশের সেনা কর্মকর্তা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২১
১০:৩২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
১০:৩২ অপরাহ্ন



ওসমানী জাদুঘর পরিদর্শনে বিভিন্ন দেশের সেনা কর্মকর্তা

সিলেট নগরের নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর পরিদর্শন করলেন বাংলাদেশ, ভারতীয়, নাইজেরিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাবৃন্দ। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানিকভাবে ওসমানী জাদুঘর পরির্দশন করেন এই সেনা কর্মকর্তাবৃন্দ। 

ওসমানী জাদুঘরে পৌঁছালে জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ও বঙ্গবীর গবেষণা ওসমানী ইনস্ট্রিটিউটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, রোটারিয়ান হেপী বেগম এবং সহকারী শিক্ষক রুনা সুলতানা সেনাবাহিনীর পরিদর্শক দলকে স্বাগত জানান। সেনাকর্মকর্তা টিমের নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হক এনপিপি, পিএসসি এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. ফায়জুর রহমান এসজিপি, পিএসসি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল রেজওয়ান পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মো. হাকিমুজ্জামান পিএসসি, ব্রিগেয়িার জেনারেল মনজুরুল আলম পিএসসি, কমোডর এম মকসুদ আলম পিএসসি, বিএন এয়ার কমোডর মো. মামুনুর রশিদ পিএসসি, এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান পিএসসি, যুগ্ম সচিব মো, মিজানুর রহমান, যুগ্ম সচিব কামরুজ্জামান, যুগ্ম সচিব আশরাফ আহমেদ, প্রোগাম সমন্বয়কারী স্কোয়াডন লিডার মো. শাহপরান এবং আন্তর্জাতিক সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কমোডর জয় বেদী (ভারত), এয়ার কমোডর দেবেন্দ্র হিরানী (ভারত), কর্নেল আবদুল ওয়াহিদো জাবাব (নাইজেরিয়া), ক্যাপ্টেইন একুমা রাফায়েল একুমা (নাইজেরিয়া), ক্যাপ্টেইন আই শেও (নাইজেরিয়া) প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।

বিএ-১০