প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকেই প্রবাসীর বিয়ে!

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৩, ২০২১
০২:৩৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২১
০৭:৫৫ অপরাহ্ন



প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকেই প্রবাসীর বিয়ে!

সিলেট নগরের হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ৯ প্রবাসীর উধাও হওয়ার ঘটনার রেশ কাটেনি এখনও। এবার ব্রিটেন থেকে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকেই রীতিমতো অনুষ্ঠান করে এক প্রবাসী বিয়ে করেছেন। সিলেট নগরের লামাবাজারের হোটেল লা-ভিস্তায় গত ২০ মার্চ এ বিয়ের অনুষ্ঠান হয়। এতে অংশ নেন অন্তত ৫০ জন অতিথি। হোটেলে কোয়ারেন্টিন কঠোরতার মধ্যে বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্ভব হলো তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। 

হোটেলের এক সূত্রে জানা যায়, কোয়ারেন্টিন পালন অবস্থায় অনেকটা আয়োজন করেই বাইরে থেকে কনে এনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে এক প্রবাসী পরিবার। গত ১৮ মার্চ লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ১১ জনকে সিলেটের লামাবাজারস্থ হোটেল লা-ভিস্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে দুইজন হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা এক নারী (৪৮) ও তার ছেলে (২৮)। হোটেলে মা অবস্থান করেন ৪০১ নম্বর কক্ষে আর তার ছেলে অবস্থান করেন ৪০৬ নম্বর কক্ষে। সরকারী নির্দেশনা অনুযায়ী তারা সব ধরণের শারীরিক দূরত্ব এবং জনসমাগম এড়িয়ে চলার কথা থাকলেও তা উপেক্ষা করে হোটেল লা-ভিস্তায় স্টেজ সাজিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেন যুক্তরাজ্য প্রবাসী ওই যুবক (২৮)। বিয়ের অনুষ্ঠানে বাইরে থেকে যোগ দেন আরও ৫০ জনঅ বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভূরিভোজও হয় হোটেলের রেস্টুরেন্টে। 

এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায়  হোটেল লা-ভিস্তার সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ তা অস্বীকার করেন। হোটেল অভ্যর্থনার দায়িত্বে কর্মকর্তা বিজয় চন্দ সিলেট মিররকে বলেন, 'আমাদের হোটেলে কোনো বিয়ে হয়নি। এখন তো বিয়ে হওয়ার কোনো সুযোগ নেই।’

তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এ ধরণের তথ্য পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনও এ বিষয়টি দেখছে। তারা তো শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বিষয়টি গ্রহণ করেছিলেন। এখন এভাবে নিয়ম ভাঙা তো বাজে ঘটনা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এনএইচ/আরসি-০৫