ওসমানীনগরে করোনার টিকা প্রদান শুরু

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ২৩, ২০২১
১০:৩০ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২১
১০:৩০ অপরাহ্ন



ওসমানীনগরে করোনার টিকা প্রদান শুরু

সিলেটের ওসমানীনগরের তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-১৯ এর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. এস এম শাহরিয়ার।

ডা. আব্দুল্লাহ আল সাকিবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, নারী ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান এমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অরুণোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিত মিয়া, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা প্রদান শুরু হয়। ওসমানীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় এ এলাকার বাসিন্দাদের প্রায় ২০ কিলোমিটার দূরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে হতো। দূরত্ব ও সময় ব্যয়ের কারণে বালাগঞ্জে গিয়ে টিকাগ্রহণে জনমনে অনীহা লক্ষ্য করা যায়। ওসমানীনগরে চল্লিশোর্ধ অর্ধলক্ষ মানুষ থাকার পরও গত ৭ ফেব্রুয়ারি থেকে টিকা নিয়েছেন মাত্র ২ হাজার ৭৭০ জন। এমন উদ্বেগজনক অবস্থার প্রেক্ষিতে উপজেলার চল্লিশোর্ধদের টিকাগ্রহণ নিশ্চিত করতে তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-১৯ এর টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রথম টিকাগ্রহণ করেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ।

 

ইউডি/আরআর-১৬