সাদা পাথর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৪, ২০২১
১০:০৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২১
১০:০৪ অপরাহ্ন



সাদা পাথর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরের পথে প্রতিদিন ২০টি পর্যটকবাহী বাস আর নদীতে ১৫৫টি নৌকা চলাচল করে। এখানে প্রতিদিন ২ থেকে ৩ হাজার পর্যটকের আগমন ঘটে। ছুটির দিনে এই সংখ্যা হয় দ্বিগুণ। পর্যটকদের পদচারণার সঙ্গে দেখা দেয় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা।

এ অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচির আওতায় সাদা পাথর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন কোম্পানীগঞ্জের ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। 

বুধবার (২৪ মার্চ) ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, ইউপি সচিব নাসির উদ্দিন, ইউপি সদস্য দুলা মিয়া দুলা, নৌকাঘাটের ইজারাদার আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নোমানসহ ইউপি সদস্য ও নেতৃবৃন্দ।

 

এমকে/আরআর-১১