বুধবার টিকা নিয়েছেন ২৩৪৩ জন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৫, ২০২১
০৬:১৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২১
০৬:১৩ পূর্বাহ্ন



বুধবার টিকা নিয়েছেন ২৩৪৩ জন

সিলেট বিভাগে বুধবার ২ হাজার ৩৪৩ জন টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ১ হাজার ৩০১ জন পুরুষ এবং ১ হাজার ৪২ জন নারী। এখন পর্যন্ত বিভাগে ২ লাখ ৬২ হাজার ৯১ জন টিকা নিয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সিলেট জেলায় ৫৯৪ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩৫৮ জন পুরুষ এবং ২৩৬ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ৭৪০ জন। এদের মধ্যে ৩৯৯ জন পুরুষ ও ৩৪১ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৫৩০ জন। এর মধ্যে ২৭১ জন পুরুষ এবং ২৫৯ জন নারী। মৌলভীবাজারে বুধবার ৪৭৯ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২৭৩ জন ছিলেন পুরুষ এবং ২০৬ জন ছিলেন নারী। 

নগরে গতকাল ২৩৮ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ১০৪ জন এবং নারী ৮৪ জন। পুলিশ হাসপাতালে ৫০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৩৮ জন পুরুষ এবং ১২ জন নারী। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।  

গতকাল বুধবার সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৬৬ জন, আর নারী ৩৪ হাজার ৫৫১ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন। তার মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৮ হাজার ৯৯৪ জন এবং নারী ১৯ লাখ ৫৫ জন। তাদের মধ্যে মাথা ব্যাথা, জর, গলা ব্যাথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯২৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এনএইচ/আরসি-০২