জাদুকাটায় অভিযানে ৩৫ লাখ টাকার বালি-পাথর নিলামে

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ২৫, ২০২১
০৬:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২১
০৬:৪৪ পূর্বাহ্ন



জাদুকাটায় অভিযানে ৩৫ লাখ টাকার বালি-পাথর নিলামে

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী জাদুকাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর কোয়ারি থেকে উত্তোলন করা বালি-পাথর জব্দ করে তা উন্মুক্ত নিলাম ডেকে বিক্রি করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে এ অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

পরে জব্দ করা ৫০ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালি উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের পরিচালিত এ অভিযান সন্ধ্যা ৭টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়।

উন্মুক্ত নিলামে অংশ নিয়ে প্রতি ঘনফুট পাথর ৫২ টাকা এবং বালি প্রতি ঘনফুট ১৩ টাকা দরে কিনে নেন স্থানীয় বাসিন্দা আবু সাঈদ এবং জাকির হোসেন। সরকারি ভ্যাট ও ট্যাক্সসহ পাথরের মূল্য আসে ২৯ লাখ ৯০ হাজার টাকা এবং বালি ৫ লাখ ৯৮ হাজার টাকার।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ প্রতিবেদককে জানান, জাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা বালি-পাথর আজ টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে, উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে।

টাস্কফোর্সের এ অভিযানে এসময় আরও ছিলেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর অফিসের পরিদর্শক মাঈদুল ইসলাম, র্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জের ডিএডি মো. জাহিদুল ইসলাম, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার, লাউড়েরগড় বিওপি'র হাবিলদার মোহাম্মদ আব্দুর রহিম এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এএইচ/আরসি-০৭