সিসিকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৫, ২০২১
০৭:১৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২১
০৭:১৬ পূর্বাহ্ন



সিসিকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। বুধবার নগরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে। বুকের তাজা রক্ত দিয়ে, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, অর্জন করেছি লাল-সবুজের পতাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে গর্বিত।’

তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদ ও বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানান।

সিসিকের মুক্তিযোদ্ধা ও প্রবাসী কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে ও অ্যাসেসর চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আজম খান, নাজনীন আক্তার কণা ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

সংবর্ধিত অতিথিদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। অনুষ্ঠানের শুরুতে সিলেট মহানগরের ৩৫২ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরসি-১১