নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির আওতাধীন ৩ সাংগঠনিক কমিটির সম্মেলন আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৫ মর্চ) জেলা বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ৮ এপ্রিল গোপালগঞ্জ পৌরসভা, ৯ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভা ও ১০ এপ্রিল বিশ্বনাথ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এজেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।
সভায় জেলা বিএনপির আহাবায়ক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, উপজেলার বিএনপির সম্মেলনের ক্ষেত্রে ৭১ সদস্যের ইউনিয়ন কমিটির সব নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া পৌরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড কমিটির ৭১ জন নেতা ভোট দেবেন।
সম্মেলনের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করা হবে।
বিএ-০৬