খন্দকার মুক্তাদিরের সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া ও মিলাদ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন



খন্দকার মুক্তাদিরের সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া ও মিলাদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ আসর নগরের শাহজালাল দরগা মসজিদে এই কর্মসূচি আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি।

মিলাদ ও দোয়া মাহফিলে মুক্তাদির দম্পতির সুস্থতা কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, আরাফাত রহমান কোকো, সদ্য প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদ ও রুহুল আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ করোনায় আক্রান্ত সব নেতাকর্মীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল কাইয়ুম জালালি পংকি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, সহসভাপতি অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ, সহসভাপতি ও মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও মহানগর বিএনপির সহসভাপতি ফরহাদ চৌধুরী শামিম, সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সৈয়দ তৌফিকুল হাদি ও মুর্শেদ আহমদ মুকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান শিলু, প্রকাশনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মজুমদার, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার তুতু, বিএনপি নেতা মুফতি নেহাল, সহসাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, খসরুজ্জামান খসরু, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, সে”চ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, জাসাসের কেন্দ্রীয় নেতা মনজুর হোসেন মজনু,  মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ প্রমুখ।

বিএ-০৭