স্বাধীনতা দিবসে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৬, ২০২১
০৬:৫৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
০৬:৫৯ অপরাহ্ন



স্বাধীনতা দিবসে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

যথাযথ মর্যাদায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে একটি আনন্দ  র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, সহকারী পরিচালক (হিসাব) আব্দুস সবুর, সহকারী পরিচালক (পরিকল্পনা) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেলসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

বিএ-০৪