শাবিপ্রবির কিন স্কুলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি


মার্চ ২৬, ২০২১
০৯:৫৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
০৯:৫৬ অপরাহ্ন



শাবিপ্রবির কিন স্কুলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'র আওতাধীন 'কিন স্কুল'র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এতে  তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

প্রথমদিনে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে কিন স্কুলের শিক্ষর্থীদের নিয়ে কেট কাটা হয়। 

পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি, ছড়া,  গল্পের মাধ্যমে আড্ডায় মেতে উঠেন সবাই। 

এসময় সংগঠনটির সভাপতি সাব্বির আহম্মেদ ও সাধারণ সম্পাদক এবিএম আরিফুল বারী খন্দকারসহ সাবেক বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।  

এছাড়া দ্বিতীয় দিন (২৭ মার্চ)স্কুলের শিক্ষার্থীদের নিয়ে টিলাগড় ইকো পার্কে বনভোজন এর আয়োজন করা হয়েছে। তৃতীয় দিনে শাবিপ্রবির সর্বপ্রথম রক্তদান বিষয়ক এ্যাপ "কওঘ ইষড়ড়ফ অঢ়ঢ়" এর উদ্বোধনী করা হবে।

শিক্ষার আলো থেকে কোন শিশু-কিশোর যাতে বঞ্চিত না হয় সেই প্রতিজ্ঞা থেকেই মূলত কিন স্কুলের কার্যক্রম শুরু হয়। 

ক্যাম্পাসের আশেপাশের এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশু-কিশোরদের শিক্ষাদান করে থাকেন কিনের সদস্যরা। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদেরকে যাবতীয় শিক্ষা-উপকরণ বিনামূল্যে প্রদান করে থাকে সংগঠনটি।

 এছাড়া শিক্ষার্থীদের সেলাই মেশিনের কাজ, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মমুখী শিক্ষাদান করা হয়। 

শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং চিত্ত বিনোদনের মাধ্যম হিসেবে প্রতিদিন খেলাধুলার পাশাপাশি জাতীয় দিবসগুলোসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, ছড়া, নাচ, গান, খেলাধুলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

এইচ এন/বি এন-০৪