বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সংবর্ধিত

বিয়ানীবাজার প্রতিনিধি


মার্চ ২৬, ২০২১
১০:১৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
১০:১৪ অপরাহ্ন



বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সংবর্ধিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেটের বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬শে মার্চ) সকাল ১১টা পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান ও তাদের পরিবারের সদস্যদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক নূরের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান,  বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকশানা বেগম লিমা, সহকারি কমিশনার (ভূমি) মুশফিকীন নূর, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়।

এ সময় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগে মুক্তিযুদ্ধ-সংগ্রামের মতো বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন, দেশকে সোনার বাংলাদেশে রূপ দিতে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

দেশের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের বর্ণনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়ে ইতিহাস বিকৃতি রোধ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এস এ/বি এন-০৭