স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেটে জনতা ব্যাংকের শ্রদ্ধা ও আলোচনা সভা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৬, ২০২১
০৯:২৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
০৯:২৩ অপরাহ্ন



স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেটে জনতা ব্যাংকের শ্রদ্ধা ও আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।  

শুক্রবার (২৬ মার্চ) ভোরে ব্যাংক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় বিভাগীয় কার্যালয়ের আলোচনা সভা ও সুবর্ণ জয়ন্তীর কেক কাটা হয়। 

পরে জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক লায়েস আহমদ সাদরুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ, সিলেট করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক বিমল কান্তি দাস। 

সম্মানিত অতিথির বক্তব্য দেন ফেরদৌসী জেসমিন। 

বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মো. জিয়াউর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  ফরেন এক্সেঞ্জ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম, জিন্দাবাজার করপোরেট শাখার ম্যানেজার ও বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক ইউনিট সিলেট অঞ্চলের সভাপতি নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ম্যানেজার মাধব রাম পাল, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন, বড়ফেসীবাজার শাখার ব্যবস্থাপক জগতজোতি চক্রবর্তী, বিভাগীয় কর্যালয়ের প্রিন্সপাল অফিসার আকলিমা খাতুন, শাহজালাল উপশহর শাখার ম্যানেজার সালমা খন্দকার, বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক ও সিলেট করপোরেট শাখার সিনিয়র অফিসার রুহুল আলম, ফরেন এক্সচেঞ্জ শাখার সিনিয়র অফিসার ফজলুর রহমান, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা শামীম রশীদ চৌধুরী। 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নূরুল হুদা, গীতা পাঠ করেন জগতজ্যোতি চক্রবর্তী এবং কবিতা পাঠ করেন সিলেট করপোরেট শাখার সিনিয়র অফিসার জয়দ্বীপ বিশ্বাস। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজীটুলা শাখার ম্যানেজার ছয়ফুল আলম চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশিস চক্রবর্তী, শেখঘাট শাখার ম্যানেজার তানভীর আহমদ শাকিল, স্টেশনরোড শাখার ম্যানেজার আব্দুল মতিন, ফরেন এক্সেঞ্জ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিয়াউল মোর্শেদ, সিলেট করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইমন চন্দ্র দাস, তাজপুর শাখার ম্যানেজার দীপংকর দেব, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান, বিভাগীয় কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার উত্তম কুমার পাল, বিয়ানীবাজার শাখার ম্যানেজার অশ্রুজিৎ পাল লিটু, শাখার ময়ানেজার সঞ্জীবন তালুকদার, প্রিন্সিপাল অফিসার রাজীব কুমার মিত্র, ঢাকা দক্ষিণ শাখার ম্যানেজার ফেরদৌস মিয়া, কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মারুফ, কুমারগাও শাখার ম্যানেজার দীপীকা রহমান, বিশ্বনাথ শাখার ম্যানেজার আবুল বাশার, ভাদেশ্বর শাখার ম্যানেজার সালাহ উদ্দিন, বিভাগীয় কার্য্যালয়ের সিনিয়র অফিসার তৃপ্তি পুরকায়স্থ, এরিয়া অফিসের সিনিয়র অফিসার মঞ্জুর আল হাসান, বিভাগী অফিসের অফিসের আব্দুর গাফ্ফার, এরিয়া অফিসের সিনিয়র অফিসার ফারুক মিয়া, বিভাগীয় কার্য্যালয়ের সিনিয়র অফিসার অভিজিৎ পাল টিটু, এরিয়া অফিসের সিনিয়র অফিসার লুৎফর রহমান, সিনিয়র অফিসার প্রদীপ কুমার গোপ, সিনিয়র অফিসার পরিতোষ মোদক, স্টেশন রোড শাখার সিনিয়র অফিসার শাওন পাল শুভ, বিভাগীয় কার্য্যালয়ের সিনিয়র অফিসার আলতাফ হোসেন, সিলেট করপোরেট শাখার সিনিয়র অফিসার আনোয়ার হোসেন, সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল পারভেজ, জিন্দাবাজার করপোরেট শাখার সিনিয়র অফিসার গোলাম মুর্শেদ, ফরেন এক্সেঞ্জ করপোরেট শাখার সিনিয়র অফিসার মো. রিজওয়ান রশীদ, সিনিয়র অনিক সরকার, সিনিয়র মুন্নী রানী চন্দ, সিনিয়র অফিসার কাজল চন্দ্র দেব, কাজীটুলা শাখার সিনিয়র অফিসার আব্দুল মালেকসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ। 

বিএ-১০