নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২১
০৭:৪৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন
সিলেট নগরের নয়াসড়ক এলাকায় ছাত্র শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলার খবর পাওয়া গেছে। এ সময় শিবিরের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরের নয়াসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে জেল রোডের দিক থেকে মিছিল নিয়ে আসে ছাত্র শিবির। নয়াসড়কের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হঠাৎ করে মিছিল থেকে হামলা চালায় তারা। তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের একাধিক সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশের আরেকটি দল সেখানে উপস্থিত হয়। এ সময় ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
তিনি বলেন, ‘শিবির নেতাকর্মীরা নয়াসড়ক এলাকায় মিছিল করছিল। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের দেখা মাত্রই তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিয়ে মিছিল থেকে ১৪ জনকে আটক করে।’
আরসি-০৮/ এএফ-০২