বিশ্বনাথ প্রতিনিধি
মার্চ ২৮, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজে ধীরগতির প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন দুর্ভোগের শিকার হওয়া জনসাধারণ। চলমান সংস্কার কাজ চলাকালে পর্যাপ্ত পরিমাণ পানি না দেওয়ার ফলে ব্যবসায়ীরা দোকানের দরজায় পলিথিন বেঁধে ব্যবসা করায় প্রতিদিন চরম ক্ষতির শিকার হচ্ছেন এবং গার্ডওয়ালের রড এলোপাতাড়িভাবে দাঁড় করিয়ে রাখার ফলে অনেক ব্যবসায়ী, রিকশাচালক ও পথচারী মারাত্মকভাবে আহত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
এ অবস্থায় শনিবার (২৭ মার্চ) দুপুরে সড়কের উন্নয়ন কাজ ধীরগতিতে করা, রাস্তায় পানি না দেওয়া, রাস্তা বন্ধ করে কাজ করা ও ঠিকাদারের মনগড়া কাজের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২০ দিনের ভেতরে সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আমির আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সমাজসেবা সম্পাদক ইকবাল হোসেন, কমিশনার হেলাল আহমদ, আনোয়ার হোসেন, দিলবর আলী, সোয়েব আহমদ, সুমন আহমদ, ব্যবসায়ী রাশেদ আহমদ, এ কে এম তুহেম ও ইকবাল হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে ওই সড়কের কাজের সহ-ঠিকাদার সোহেল আহমদ জানান, তিনি এলজিইডি ও বাস্তবায়ন কমিটির সঙ্গে কথা না বলে কিছুই বলতে পারবেন না।
এমএ/আরআর-০৪