বিশ্বনাথে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বিশ্বনাথ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন



বিশ্বনাথে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী : স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে শনিবার (২৭ মার্চ) সকালে বিআরডিবি মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাংবাদিক নবীন সোহেলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি শামীম মুসা ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু।

সভা শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এবারের মেলায় বিশ্বনাথ থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ২২টি স্টল অংশগ্রহণ করেছে।

পরিদর্শনে পর উন্নয়নমূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেল থেকে শুরু হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্বনাথ থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘লাইব্রেরি চাই’।

আগামীকাল রবিবার সেমিনার, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হবে।

 

এমএ/আরআর-০৫