ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ২৮, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে উন্নয়ন মেলা শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলা কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল অংশ নিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। প্রকল্প অফিসের সহকারী আলমগীর রেজার উপস্থাপনায় এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্যাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, মঙ্গলচন্ডী নিশিকান্ত সকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, শিক্ষক প্রতিনিধি ফুল মিয়া প্রমুখ।
ইউডি/আরআর-১১