গোয়াইনঘাট প্রতিনিধি
মার্চ ২৮, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টায় আলীরগাঁও ইউনিয়নের বারহাল মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
ঐতিহ্যবাহী এ ঘৌড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে আলীরগাঁওয়ের বারহাল এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। খেলাটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকরা এসে ভিড় করেন।
আলীরগাঁও ইউনিয়নের গ্রামীণ এ ঘৌড়দৌড় প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলার ৩৯টি ঘোড়া অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় শাপলা নামের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান অধিকার করে দোয়েল বাচ্চা এবং তৃতীয় হয় মাইকেল নামের ঘোড়া।
খেলা শেষে শনিবার (২৭ মার্চ) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, বিলাল আহমদ, ফারুক আহমদ ও গোলাম করিম শামীম।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এমএম/আরআর-১৩