আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিলেটে ৬ ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন



আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিলেটে ৬ ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতারোধে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা ও বিশৃঙ্খলারোধে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আইনগত নির্দেশনা দেবেন তারা।

আজ শনিবার (২৬ মার্চ) সকাল থেকে মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা এলাকায় একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আগামীকাল রবিবার পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। সিলেট মহানগর পুলিশের একটি স্মারকের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম. কাজী এমদাদুল ইসলাম।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন- কোতোয়ালী থানা এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, শাহপরাণ (রহ.) থানা এলাকায় সিনিয়র সহকারী কমিশনার খন্দকার মুদাচ্ছির বিন আলী, এয়ারপোর্ট থানা এলাকায় সহকারী কমিশনার হাসিবুর রহমান, জালালাবাদ থানা এলাকায় সিনিয়র সহকারী কমিশনার মো. রায়হান কবির, দক্ষিণ সুরমা থানা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হক ও মোগলাবাজার থানা এলাকায় সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতা।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্ণব জানান, সিলেট মহানগরীর ৬ থানা ছাড়াও জেলার সবকটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

 

এএফ/০৮