‘নৈরাজ্যের’ প্রতিবাদে সিলেট মহানগর যুবলীগের বিক্ষোভ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২১
০৪:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৪:১৫ পূর্বাহ্ন



‘নৈরাজ্যের’ প্রতিবাদে সিলেট মহানগর যুবলীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াত ও হেফাজতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ করেছে সিলেট মহানগর যুবলীগ। 

শনিবার (২৭ মার্চ) সকাল ১১টায় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মহানগর যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। 

বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। এদিকে সকাল থেকেই যুবলীগ নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে অবস্থান করেন। 

পথ সভায় সভাপতির বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। আরও বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার। এসময় ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বিএ-০৯