সস্ত্রীক করোনা আক্রান্ত সিলেট প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩০, ২০২১
১০:০৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২১
১১:৪৯ অপরাহ্ন



সস্ত্রীক করোনা আক্রান্ত সিলেট প্রেসক্লাব সভাপতি

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। 

আজ মঙ্গলবার (৩০ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।

গত কিছুদিন ধরে তিনি অসুস্থতাবোধ করছিলেন। করোনা শনাক্তের পর তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিছুটা শ্বাসকষ্ট ছাড়া তার আর কোনো উপসর্গ নেই বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এ দম্পতি করোনার টিকা নিয়েছেন।

 

 

এএফ/০৪